অনলাইন ডেস্ক :
মাত্র ১৫ বছর বয়সেই এসি মিলানের মূল দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড ফ্রান্সেসকো কামার্দা। আগামীকাল শনিবার রাতে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে এই কিশোরকে। দলের মূল দুই ফরোয়ার্ড অলিভিয়ার জিরু ও রাফায়েল লেয়াও ইনজুরির কারণে ছিটকে গেছেন। খেলতে পারা নিয়ে শঙ্কায় আছেন আরেক ফরোয়ার্ড নোয়াহ ওকাফোর। তাদের অনুপস্থিতিতেই ১৫ না পেরোনে কিশোরকে ডেকেছেন স্তেফানি পিওলি। মিলানের বয়সভিত্তিক দলে দুর্দান্ত ফর্মে আছেন কামার্দা। যুব চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে করেছেন তিন গোল। সবমিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৭ গোল।
সবমিলিয়ে এখন পর্যন্ত যুব ফুটবলে ৪০০-এর বেশি গোল করেছে সে। ফিওরেন্তিনার বিপক্ষে যদি মাঠে নামার সুযোগ পান তবে এসি মিলান এবং ইটালিয়ান লিগের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এই কিশোর। বয়স ১৬ না হওয়ায় এখনো এসি মিলানের সঙ্গে পেশাদার চুক্তি করতে পারেননি কামার্দো। তবে এই কিশোরকে খেলাতে আঞ্চলিক ফুটবল কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন ছিল মিলানের। সেটা অবশ্য পেয়ে গেছে। লোমবার্দি আঞ্চলিক কমিটি তাঁকে ম্যাচ খেলাতে মিলানকে অনুমতি দিয়েছে। আগামী বছরের মার্চে ১৬ তে পা দিবেন কামার্দো। তখন তাঁর সঙ্গে পেশাদার চুক্তি করতে পারবে এসি মিলান।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল