অনলাইন ডেস্ক :
আইপিএলের আগামী আসর সামনে রেখে দিল্লি ক্যাপিটালস তাদের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুস্তাফিজুর রহমান, রাইলি রুশো, ফিল সল্ট, ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান, আমান খান ও রভম্যান পাওয়েল। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। ক্রিকবাজ জানিয়েছে, দিল্লির ছেড়ে দেওয়া ক্রিকেটারের সংখ্যা আরো বাড়তে পারে। তবে উপরের নামগুলো তারা নিশ্চিত হতে পেরেছে। যদিও জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ওপেনার পৃথ্বী শ’কে ছাড়ছে না ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের দলটি।
গত মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারেননি। যে কারণে আইপিএল দল তাঁকে ধরে রাখার কারণ খুঁজে পায়নি। মুস্তাফিজের ২০১৬ সালে আইপিএল অভিষেক হয়। ওই আসরে ফাইনাল পর্যন্ত ১৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২১ আসরে ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সব মিলিয়ে ছয়টি আইপিএল আসরে ৪৮ ম্যাচ খেলেছেন কাটার মাস্টার খ্যাত ফিজ। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল