অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কায় নারীদের এক বছর গর্ভধারণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটিতে প্রায় চল্লিশ জনেরও বেশি গর্ভবতী মা মারা যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেড় কোটি মানুষের দেশ শ্রীলঙ্কায় প্রতি বছর ৯০ থেকে ১০০ জন মাতৃমৃত্যু হয়। তবে মে মাসে করোনার ডেল্টা ভেরিয়েন্টে ৪১ জন গর্ভবতী মহিলার মৃত্যুর রেকর্ড করেছে দেশটি। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫,৫০০ গর্ভবতী মা করোনায় আক্রান্ত হয়েছে। হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেন, প্রায় ৭০ শতাংশ শ্রীলঙ্কানকে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। সরকারি প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপট্টু বলেন, নবদম্পতিদের পাশাপাশি যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তাদের কোভিড -১৯ এর ঝুঁকির কারণে কমপক্ষে এক বছর বিলম্ব করা প্রয়োজন। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের