চাঁপাইনবাবগঞ্জ বাসস্ট্যান্ডে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তুহিন পরিবহনের একটি বাসে আগুন লাগে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে তুহিন পরিবহনের পাশে থাকা দুটি বাসের সামান্য ক্ষতি হয়েছে।
ওসি সাজ্জাদ বলেন, তুহিন পরিবহনের লোকজন বাসে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।
ওসি আরও জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন: মির্জা ফখরুল