January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 27th, 2023, 1:51 pm

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিসির সাথে রবি শিক্ষক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মত বিনিময় সভা রবিবার (২৬ নভেম্বর ) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম।

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টার ফলে সেশন জট কমিয়ে প্রথম ব্যাচের স্নাতক শিক্ষার্থীরা তাদের স্নাতক সফলভাবে সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাস না থাকা সত্ত্বেও পরপর দুইবার জিএসটি গুচ্ছ পরীক্ষা সম্পূর্ণ করা, শিক্ষক শিক্ষার্থীদের গুণগতমান নিশ্চিতকরণে শিক্ষকদের দায়বদ্ধতা নিশ্চিত করা সহ বিশ্ববিদ্যালয়কে গতিশীল করার লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন । আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা। উল্লেখ্য যে, ২০২১ সালের ৮ ডিসেম্বর প্রফেসর ড. মো: শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।