January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 29th, 2023, 7:42 pm

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়াল এনবিআর

ফাইল ছবি

স্বতন্ত্র করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও দুই মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৯ নভেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়ম অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) ছিল রিটার্ন দাখিলের শেষ দিন। সময় বাড়ানোর ফলে স্বতন্ত্র করদাতারা ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

কোম্পানিগুলোর জন্য রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। এখন সেই সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এনবিআরকে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করে।

এর আগে রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছিল ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।

—-ইউএনবি