অনলাইন ডেস্ক :
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা সাইবার হামলার শিকার হয়েছে। তবে স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) স্পেস এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, হ্যাকাররা যে তথ্য পেয়েছে, তা রকেট এবং স্যাটেলাইট অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ছিল না। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মুখপাত্র আরো বলেছেন, ‘নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অননুমোদিত অ্যাকসেসের ঘটনা ঘটে।’
তবে এই সাইবার হামলা কখন ঘটেছে তার সম্পর্কে বিশদ কোনো বিবরণ তিনি দেননি। স্পেস এজেন্সিটি একটি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অননুমোদিত অ্যাকসেস সম্পর্কে জানতে পারে। তবে জাক্সার মুখপাত্র সংস্থাটির পরিচয় প্রকাশে রাজি হননি তিনি। তদন্ত চলছে বলেও জানান তিনি। সূত্র : রয়টার্স
আরও পড়ুন
চুল কাটতে বলায় শিক্ষককে খুন
অবশেষে অস্ত্র সমর্পণ করতে যাচ্ছে পিকেকে
শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের