January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 29th, 2023, 8:55 pm

খরার পর ভয়াবহ বন্যার কবলে কেনিয়া, নিহত ১২০

অনলাইন ডেস্ক :

প্রায় চার দশক ধরে চলা খরার কবল থেকে সবে রেহাই পেয়েছে কেনিয়া। এবার ভয়াবহ বন্যার কবলে পড়ল। বন্যায় এ পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় ভারি বৃষ্টিপাত হচ্ছে, ফলে দেশটি বন্যার কবলে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো জানিয়েছেন, বন্যায় অন্তত ১২০ জন মারা গেছেন। ৯০ হাজার বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের জন্য ১২০টি ত্রাণশিবির খোলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনোর জন্যই কেনিয়ায় এই ধরনের বৃষ্টি হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালু করতে চাইছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, বন্যাদুর্গত এলাকার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, এল নিনোর প্রভাবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। কেনিয়াজুড়ে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, কয়েক হাজার বাড়ি পানিতে ডুবে গেছে। বিস্তীর্ণ এলাকায় চাষের জমি, রাস্তা পানির তলায় চলে গেছে। প্রচুর পশুর মৃত্যু হয়েছে। সামান্য সম্বল নিয়েই নিরাপদ অঞ্চলে ছুটছে মানুষ।

সোমালিয়া, ইথিওপিয়াতেও বন্যা
কেনিয়া ছাড়াও সোমালিয়া ও ইথিওপিয়ায় এল নিনোর প্রভাবে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সোমালিয়ায় ৯৬ জন নিহত এবং সাত লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।