রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই বিস্ফোরণ হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার আশরাফ হোসেন জানান, বিকাল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের পাশে একটি টিনের শেডে ককটেল বিস্ফোরণ ঘটে।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিসের বাইরে থেকে ককটেল নিক্ষেপ করা হয়।
—ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো