January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 1st, 2023, 8:20 pm

পায়ের নিচে ট্রফি, মুখ খুললেন মার্শ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ ট্রফি নিয়ে ড্রেসিংরুমে মিচেল মার্শ যা করেছেন, তা নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। ট্রফি মেঝেতে, আর তার ওপর দুই পা তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এমন একটি ছবি পোস্ট করার পর থেকে মার্শকে ধুয়ে দিচ্ছেন উপমহাদেশ, বিশেষ করে ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাদের দাবি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এমনকি মার্শের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানিয়েছেন এক ভারতীয় সমর্থক। ওই ছবি ভাইরাল হওয়ার দেড় সপ্তাহ পর এনিয়ে মুখ খুললেন মার্শ। তিনি জানালেন, অসম্মানের জন্য ট্রফির ওপর পা রাখেননি তিনি। কোনো কিছু মাথায় রেখে কাজটি করেননি এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম এসইএন-কে মার্শ বলেছেন, ‘ওই ছবিতে কোনোভাবে অসম্মান ছিল না। আমি এত কিছু ভেবে ছবিটা দেইনি। সোশ্যাল মিডিয়ায় আমি বেশি কিছু দেখিনি। যদিও অনেকে বলছে, এনিয়ে আর আগ্রহ নেই কারও। কিন্তু আসলে এমন (অসম্মান) কিছু ছিল না।’ আহমেদাবাদে ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে দারুণ অবদান রাখেন মার্শ। ১০ ম্যাচে ৪৯ গড় ও ১০৭.৫৬ স্ট্রাইক রেটে ৪৪১ রান করেন তিনি।