নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যারা ইতোমধ্যে নিজ নিজ থানায় ৬ মাস পূর্ণ করেছেন, তাদের শিগগিরই বদলি করা হবে।
রবিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু ইসি পর্যায়ক্রমে সব ওসি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে, তাই ডিএমপি তাদের ওসিদের তালিকা অনুমোদনের জন্য ইসিতে প্রেরণ করবে।
এর আগে ৩০ নভেম্বর পর্যায়ক্রমে সারা দেশের থানার ওসিদের বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সারা দেশে ৬৫০টিরও বেশি থানা রয়েছে, যার মধ্যে ৫০টি ডিএমপির আওতাধীন।
যেসব কর্মকর্তা ৬ মাসের বেশি সময় ধরে নিজ নিজ থানায় দায়িত্ব পালন করছেন, তাদের বদলিকে অগ্রাধিকার দিতে বলেছে ইসি।
—-ইউএনবি
আরও পড়ুন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন
পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৪ ঘণ্টায় মিললো সাড়ে ৮ কোটি টাকা
জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা