July 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 7th, 2025, 7:20 pm

কমলগঞ্জে পৌর বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই ) দুপুর ১২ টার দিকে পৌর শহরের ভানুগাছ চৌমুহনীতে ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মো: আব্দুহ এর সভাপতিত্বে এবং সৈয়দ নাজমুল হাসান মিঠু এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ব্যবসায়ী সোয়েব আহমদ, শেখ নোমান আহমদ, শওকত সারোয়ার চৌধুরী, মো: গৌছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারি, মিলাদ তরফদার, মিলাদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন ৩ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনের ১০ বছর অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত আর কোন নির্বাচন হয় নি। যার কারনে বাজারের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। অতি শীঘ্রই নির্বাচনের দাবি করে বক্তারা আরও বলেন আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, মানববন্ধনের বিষয় শুনেছি। বণিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।