জেলা প্রতিনিধি, মৌলভীবাজার, (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
রবিবার(৩ডিসেম্বর) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে রবিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার লেমন গার্ডেন রোড থেকে অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের পংকি মিয়ার ছেলে মোহাম্মদ রুমেল (৪০) ও শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকার নিজাম মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২৫)।
শ্রীমঙ্গল থানার ওসি জনাব জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশে এবং তীর্থংকর দাসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করে ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃদের নামে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় এবং মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা