Wednesday, December 6th, 2023, 7:39 pm

রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে তালতলা এলাকায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

—-ইউএনবি