অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন (ইসি) তার সবই করছে বলে মন্তব্য করেছেন ইসি রাশেদা সুলতানা।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা যাতে পূরণ হয় এবং তারা কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারে সেজন্য সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার রাশেদা এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ভোটারদের হুমকি দিলে শাস্তির বিধান রাখা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় নাটোরের চারটি আসনের প্রার্থীরা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের