Sunday, December 24th, 2023, 7:30 pm

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এইচ এইচ টেক্সটাইলে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রবিবার ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

কারখানায় কোনো শ্রমিক কর্মচারী না থাকায় কেউ হতাহত হয়নি।

এইচ এইচ টেক্সটাইলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনির হোসেন জানান, রাত ৩টার দিকে গুদামের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। এ মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ কাপড় ও কেমিকেল পুঁড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডেমরা,আদমজী ও সোনারগাঁও স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেমরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, রাতে গুদামে কেউ ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

—-ইউএনবি