জামালপুর সদর উপজেলায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভারুয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক আরমান মিয়া, খোকন মিয়া ও মোজাফফর হোসেন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভারুয়াখালী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেময়নাতদন্তের জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো