Wednesday, January 3rd, 2024, 7:53 pm

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ পদ্মায় আটকে থাকে ৪টি ফেরি।

এছাড়া পাটুরিয়ায় ৫টি ও দৌলতদিয়া ঘাট থেকে আরও চারটি ফেরি ছাড়া হয়নি। এতে দুর্ভোগে পড়ে নদী পারাপার করতে আসা যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহি উদ্দিন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফলে মাঝ পদ্মায় আটকে পড়ে কেরামত আলী, শাহ পরান, গোলাম মাওলা ও ঢাকা ফেরি নামে ৪টি ফেরি। এছাড়া আরও ৯টি ফেরি উভয় ঘাট থেকে ছেড়ে যেতে দেওয়া হয়নি।

এদিকে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়েছে অর্ধ শত যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

আজ সকাল সাড়ে ৮টায় ঘন কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

—-ইউএনবি