Thursday, January 4th, 2024, 7:42 pm

ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত, নামতে পারেনি ১৩ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম ইউএনবিকে বলেন, ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হওয়া ১৩টি ফ্লাইটকে কলকাতা, হায়দ্রাবাদ, সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে (ডাইভার্ট) দেওয়া হয়েছে।

তিনি বলেন, কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত উড়োজাহাজ চলাচল ব্যাহত হয় এবং অবস্থার উন্নতি হতে শুরু করলে সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ফ্লাইটগুলো ফিরতে শুরু করে।

—-ইউএনবি