Thursday, January 25th, 2024, 4:56 pm

আরিফিন শুভ’র মায়ের ইন্তেকাল

২০২৩ সালের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’-এ জাতির পিতার চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত ঢালিউড তারকা আরিফিন শুভ বুধবার রাতে তার মাকে হারিয়েছেন।

রাত ১১টা ৫৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভর মা খাইরুন নাহার। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল (বুধবার) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ফজরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি (শনিবার) শুভর মা খাইরুন নাহার অসুস্থ বোধ করেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।

সর্বস্তরের মানুষ বিশেষ করে ভক্ত, সহকর্মী ও গুণগ্রাহীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করছেন।

—-ইউএনবি