Tuesday, September 14th, 2021, 1:26 pm

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর শহরে প্রবেশদ্বারের কাছে শহরতলীর দর্জি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়লে তার মাথা ও মুখ থেতলে যায়, যার কারণে কেউ তাকে চিনতে পারেনি। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।

তারা জানান, গত তিন মাসে এখানে তিন ব্যক্তি এভাবেই নিহত হয়েছেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ্ বাহার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পিবিআই চাঁদপুর ইউনিটের কর্মকর্তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রযুক্তি ব্যবহার করে ওই ব্যক্তির আঙ্গুলের চাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। পরবর্তীতে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।