নাটোর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এই অভিযান চালানো হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করে।
প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানে দালাল সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্যসহ লাইসেন্স প্রদানে নানা অনিয়মের সত্যতা পান দুদক কর্মকর্তারা।
এ সময় কাগজপত্র যাচাই-বাছাই করাসহ গ্রাহকদের সঙ্গে ফোনে কথা বলেন দুদক কর্মকর্তারা।
এসময় নাটোর বিআরটিএর সহকারী পরিচালক এটিএম ময়নুল ইসলামের সঙ্গেও কথা বলেন আভিযানিক দলের সদস্যরা।
অভিযান শেষে বিকাল ৩টার দিকে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন সাংবাদিকদের বলেন, অভিযানে পাওয়া অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করবেন তারা।
—–ইউএনবি

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা