আসন্ন রমজানে সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে, তা হলো- রমজান মাসে সরকারিভাবে বড় কোনো ইফতার পার্টির আয়োজন করা যাবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে বড় ইফতার পার্টির আয়োজনকেও নিরুৎসাহিত করা হলো। বলা হয়েছে, কেউ যদি সত্যিই চায় তাহলে সেই টাকা দিয়ে খাবার কিনে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ অস্ট্রেলিয়ার
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন