Thursday, February 29th, 2024, 7:24 pm

বাগেরহাটে সাড়ে ৩ বছরের শিশুকে হত্যা, আটক ১

বাগেরহাটের চিতলমারীতে সাড়ে ৩ বছর বয়সের এক শিশুকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে পুলিশ জানায়।

শিশু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরকে আটক করেছে।

খবর পেয়ে ওই রাতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত শিহাব শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ফরহাদ শেখের ছেলে।

আটক কিশোর একই উপজেলার হিজলা গ্রামের বাসিন্দা।

রাসেলুর রহমান জানান, সাড়ে তিন বছর বয়সের শিশু শিহাব বুধবার বিকালে তাদের পার্শ্ববর্তী হিজলা গ্রামে নানা মো. মানু শিকদারের বাড়ির পাশে খেলছিল। এ সময় কিশোরটি শিশুটিকে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে হত্যা করে ঘরে ফেলে রাখে। তিনি আরও বলেন, স্থানীয়রা রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কিশোরকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—-ইউএনবি