‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট র্যাব’ স্লোগানে বৃহস্পতিবার (৭ মার্চ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলিট ফোর্সের ১২০ জন কর্মকর্তাকে তাদের বীরত্বপূর্ণ পারফরম্যান্স ও বিশেষ সেবার জন্য ‘র্যাব মহাপরিচালক পুরস্কার’ দেওয়া হয়েছে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মৃতি দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
দায়িত্ব পালনকালে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও দেওয়া হয়।
—-ইউএনবি

আরও পড়ুন
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা