Thursday, September 16th, 2021, 12:35 pm

যুক্তরাজ্যের মন্ত্রিসভার পদগুলোতে বড় ধরনের রদবদল

যুক্তরাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডমিনিক রাবকে সরিয়ে তার জায়গায় নতুন নিয়োগ দিয়েছেন লিজ ট্রসকে। আর ডমিনিক রাবকে করা হয়েছে নতুন আইনমন্ত্রী।

এছাড়াও লর্ড চ্যান্সেলর এবং উপ-প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে। তবে তার অবস্থানের এই পরিবর্তনকে পদাবনতি হিসেবেই দেখা হচ্ছে ।

ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাউই নিযুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী হিসেবে।