Monday, March 18th, 2024, 8:12 pm

বেনাপোলে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

আটক ব্যক্তি হলেন- পুটখালী গ্রামের হবিবার রহমানের ছেলে সুমন রহমান (৩৫)।

সোমবার (১৮ মার্চ) ভোরে সীমান্তের পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মাদক ব্যবসায়ী সুমন রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার চাচাতো ভাইয়ের বাড়ির সিঁড়ির নিচে দুটি বস্তায় রাখা ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

—–ইউএনবি