Sunday, March 24th, 2024, 5:46 pm

মুন্সিগঞ্জে সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় টি কে গ্রুপের একটি সুপার বোর্ড তৈরির কারখানায় আগুন লেগেছে। রবিবার (২৪ মার্চ) দুপুরে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি-মিডিয়া সেল) সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, রবিবার জামালদী এলাকায় বোর্ড কারখানায় দুপুর ১টা ১০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের লাগার কারণ জানা যায়নি।

—–ইউএনবি