Sunday, April 7th, 2024, 7:53 pm

চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

চাঁদপুরে মিনারা বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মিনারাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজিয়েছে তার স্বামী।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মিনারা বেগম ওই এলাকার লিটন বেপারীর স্ত্রী।

পরিবারের দাবি, মিনারাকে তার স্বামী লিটন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজিয়েছে।

মিনারার বড় বোন আসমা আক্তার হেনা জানান, তারা ঢাকার ডেমরা এলাকার স্থায়ী বাসিন্দা। ৬ মাস আগে লিটন মিনারাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। এখন মিনারাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

—–ইউএনবি