অনলাইন ডেস্ক :
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় সাড়ে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) ফিলিস্তিনি নিহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৫৪ জন।
এদিকে, ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাড়ে ১৪ হাজারের বেশি শিশু রয়েছে। শুধু তাই না, নারী রয়েছেন সাড়ে ৯ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনি নিহতের সংখ্যা হয়ত এর চেয়েও বেশি হবে। কারণ ধারণা করা হচ্ছে, গাজার ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে আছেন।

আরও পড়ুন
৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ