Saturday, May 11th, 2024, 1:40 pm

জৈন্তাপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিদেশ ফেরত যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ইয়াসির আরাফাত (১৮) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে। সম্প্রতি সে কাতার থেকে দেশে এসেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ই মে) রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেলে দরবস্ত বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দরবস্ত চতুল সড়কে সরকারি খাদ্যগোদাম সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এদিন দিবাগত রাত পৌনে ২টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

—–ইউএনবি