Tuesday, September 21st, 2021, 11:37 am

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪৭ লাখ ছুঁইছুঁই

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৯৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৯৯ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৯৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭৭৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৫৩১ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৭৬ হাজার ৫৯ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৫৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৬৬৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪১৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৩৩ জনে।