২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমেছে।
বাজেট বক্তৃতায় বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ের অঙ্ক পুনর্বিন্যাস করে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকায় নামিয়ে আনেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যা ধরা হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
তবে এপ্রিল পর্যন্ত সার্বিক সরকারি ব্যয় বিবেচনায় তা ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়, যা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মূল বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ। উল্লেখ্য, মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
সংশোধিত বাজেটে মোট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭৯ হাজার ৭৯৩ কোটি টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।
—–ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার