মহারাষ্ট্রের থানেতে একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১১ জুন) ভোরে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে ওই গুদাম থেকে বিপুল পরিমাণ আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত নিয়েও কিছু নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বর্ণনায় স্থানীয় ভিওয়ান্ডি ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রমোদ কাকাড়ে বলেন, রাত তিনটার দিকে সারাভালি গ্রামে অবস্থিত ওই গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হবে।’
—–এএনআই

আরও পড়ুন
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা