Tuesday, July 2nd, 2024, 8:11 pm

শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

যশোরের শার্শায় বিএসএফের গুলিতে শামীম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) দুপুরের দিকে গোগা বিজিবি ক্যাম্পের অধীনে হরিশচন্দ্রপুর সীমান্তে সোনাই নদীর সামনে এ ঘটনা ঘটে।

আহত শামীম গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের সোনাই নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে শামীম। সেসময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ সদস্যরা।

গুলিতে আহত হয়ে শামীম অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নেন বলে জানান স্থানীয়রা।

গোগার হরিশ্চন্দ্রপুর ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, বিএসএফের গুলিতে শামীম আহত হয়েছেন। কোথায় চিকিৎসা নিচ্ছেন সঠিকভাবে জানা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, বিএসএফের গুলিতে শামীম নামে এক যুবক আহত হয়েছে। বিজিবির একটি টিম তার বাড়িতে পাঠানো হয়েছে।

বাড়িতে কেউ না থাকায় তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি বলে জানান জানান লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার।

—–ইউএনবি