এপি, লন্ডন :
নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগের প্রস্তাব দিতে বাকিংহাম প্যালেসের দিকে রওনা হয়েছেন।
এর আগে দলের পরাজয়ের দায় নিজে স্বীকার করে লেবার নেতা কেয়ার স্টারমারকে তার জয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছিলেন সুনাক।
১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া শেষ ভাষণে সুনাক বলেন, ‘এটি একটি কঠিন দিন। বিশ্বের সেরা দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি সম্মানিত হয়েছি এবং এখন আমি এই দায়িত্ব ছেড়ে দিচ্ছি।‘
সুনাক বলেন, তিনি তার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন।
ভোট গণনা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সুনাক সকালে পরাজয় স্বীকার করে নেন। তবে লেবার পার্টির কাছে তার কনজারভেটিভ দলের চরম পরাজয়ের পূর্বাভাস ছিল।
সুনাকের পদত্যাগের পর লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার সরকার গঠনে রাজার আশীর্বাদ নিতে প্রাসাদে যাবেন।
‘হাতে চুম্বন’ করার পর নতুন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে যাবেন। এরপর তিনি বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
চলমান ভোট গণনার ফলাফলে যুক্তরাজ্যের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য পর্যাপ্ত আসন জিতেছে। লেবার নেতা কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হবেন এবং সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল