Thursday, July 11th, 2024, 6:32 pm

কোটা সংস্কার: পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে ঢাকায় সড়ক অবরোধ

সড়ক অবরোধের বিষয়ে ডিএমপির হুঁশিয়ারির পরও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেছেন।

বৃহস্পতিবার(১১ জুলাই) বিকালে শাহবাগে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে বিভিন্ন সড়ক ঘুরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যাত্রা করেন।

তারা কপালে জাতীয় পতাকা বেঁধে তাদের দাবির বিষয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাল ৫টার দিকে বাংলামোটরের দিকে মিছিল নিয়ে যান।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. মহিদ উদ্দিন বলেন, বাংলা ব্লকেডের নামে যারা সড়ক অবরোধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

—–ইউএনবি