ভোলার বোরহানউদ্দিনে মাদক বহনের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বেড়ীবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশীদ জানান, বোরহানউদ্দিন মডেল থানার পুলিশ সদস্যরা হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকার চৌরাস্তায় চেকপোস্টে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এই ইয়াবা ব্যবসা চক্রের মূল হোতাকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
সাবেক মেয়র আতিকুল ও তার স্ত্রী-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রী রুকমীলাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা