দেশের ৬৩৯টি থানার সবগুলোতেই বৃহস্পতিবার থেকে তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়, সব থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
ওই বার্তায় আরও জানানো হয়, মেট্রোপলিটন শহরগুলোর ১১০টি থানার সবক’টি সচল রয়েছে এবং জেলার ৫২৯টি থানাও সচল রয়েছে।
এছাড়া সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) ২৪টি থানা পুনরায় কার্যক্রম শুরু করেছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশব্যাপী থানায় সন্ত্রাসী হামলার পর অধিকাংশ থানায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশ সদস্যদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
—–ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার