Thursday, September 23rd, 2021, 12:59 pm

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

ফাইল ছবি

চীন থেকে সিনোফার্মের আরও প্রায় ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ভ্যাকসিনের চালান নিয়ে বুধবার দিবাগত রাত ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনের চালান গ্রহণ করেন। এই টিকা চীন থেকে বাণিজ্যিক ক্রয়েরই অংশ।’

এর আগে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সিনোফার্মের প্রায় ৫০ লাখ ডোজ পেয়েছে। এছাড়া ১১ সেপ্টেম্বর চীনের আরও ৫ লাখ ডোজ পেয়েছিল বাংলাদেশ।

সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রতি মাসে এক কোটি বা তার বেশি ডোজ টিকা সংগ্রহের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সিনোফার্ম থেকে প্রতিমাসে ২ কোটি করে মোট ছয় কোটি টিকা আসবে।

—ইউএনবি