Sunday, August 25th, 2024, 8:35 pm

৬ সেপ্টেম্বর ৮ ব্যান্ডের কনসার্ট

অনলাইন ডেস্ক :

বহুদিন হয়ে গেছে দেশের কোথাও কোনো মিউজিক্যাল কনসার্টের আয়োজন নেই। দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করেই এতদিন কনসার্ট আয়োজন থেকে বিরত ছিলেন আয়োজকরা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এবার ব্যান্ড ইন্ডাস্ট্রিতেও শুরু হয়েছে নতুন উন্মাদনা। ব্যান্ডগুলো প্রস্তুত হচ্ছে স্টেজে ফেরার জন্য। এর মধ্যেই ব্যান্ডগুলোর জন্য এলো নতুন খবর। সেপ্টেম্বরে হতে যাচ্ছে কনসার্ট, যার শিরোনাম ‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’। কনসার্টটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৬ তারিখ। স্থান যমুনা ফিউচার পার্ক। ওপেন এয়ার কনসার্ট।

এ আয়োজনে সহযোগিতায় থাকবেন দেশের জনপ্রিয় গিটারিস্ট এ কে রাহুল। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্ট নিয়ে শুরু হয়েছে প্রচারণা। কনসার্টের লাইনআপে দেখা যাবে দেশের জনপ্রিয় আট ব্যান্ডকে। যাদের মধ্যে থাকবে শিরোনামহীন, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, এভোয়েড রাফা, পাওয়ারসার্জ, কাকতাল, ওডসিগনেচার ও হাইওয়ে। এ ছাড়া স্লো পারফরম্যান্স করবেন এ কে রাহুল। এ মাসের শেষের দিকে কনসার্টের অনলাইন টিকিট ছাড়া হবে।