চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অয়েল ট্যাংকার বিস্ফোরণে নিখোঁজের দুইদিন পর নজরুল ইসলাম সাদ্দামের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ থানার পুলিশ। শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ‘ওটি ওশান’ নামের তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে কয়েকজন গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে জাহাজটির শ্রমিক সাদ্দামও নিখোঁজ হন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও কয়েকজন।
নজরুল ইসলাম সাদ্দাম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে বলে পুলিশ জানায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, সাদ্দামের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল