অনলাইন ডেস্ক :
ভারতের রাজধানী দিল্লির একটি আদালতে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শহরটির রোহিনি এলাকায় আদালত ভবনের ভেতরে প্রতিপক্ষের হামলায় দেশটির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় থাকা জিতেন্দ্র গগি নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গগিকে আদালতে বিচারকের সামনে হাজির করার পর আইনজীবীর ছদ্মবেশে থাকা প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা চালায়। পরে পুলিশের গুলিতে প্রতিপক্ষের দুই হামলাকারী মারা যায়।
হামলার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন
ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র, দেশজুড়ে বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪