Saturday, September 14th, 2024, 12:45 pm

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী জহিরুল গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব সদর দপ্তর।

জহিরুল গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুহাতে দুটি পিস্তল নিয়ে গুলি বর্ষণ করছেন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

—-ইউএনবি