Wednesday, September 25th, 2024, 8:19 pm

এনকুনকুর হ্যাটট্রিকে রাবাউকে বিধ্বস্ত করলো চেলসি

অনলাইন ডেস্ক :

ক্রিস্টোফার এনকুনকুর হ্যাটট্রিকে বারাউকে বিধ্বস্ত করেছে চেলসি। কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ইংলিশ ফুটবল লিগ টুয়ের ক্লাবটিকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ব্লুজরা। এতে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেছে চেলসি। গত মঙ্গলবার রাতে স্টামফোর্ড ব্রিজে ৮ মিনিটে প্রথম গোল করেন এনকুনকু। ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে চেলসিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। ২৮ মিনিটে বারাউয়ের গোলরক্ষক পল ফারম্যানের আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি।

বিরতি থেকে চেলসির হয়ে গোল করেন পেদ্রো নেটো। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০। বারাউয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এনকুনকু। ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। গোলরক্ষক ফারম্যানকে ট্যাকল দিয়ে ফাঁকা মাঠে গোল করেন ফরাসি তারকা। এরপর মেতে উঠেন আইকনিক বেলুন উদযাপনে। চলতি মৌসুমে ৮ ম্যাচে ৬ গোল করলেন ২৬ বছর বয়সী এই তারকা।