নিজস্ব প্রতিবেদক
৬৯ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক আঞ্চলিক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলা দুটি দায়ের করেন।
প্রথম মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংকের ষোলশহর শাখার সহকারী মহাব্যবস্থাপক এস কে এস মুরশেদ, সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ বাঙ্গালী, সাবেক মুখ্য কর্মকর্তা মোহাম্মদ হাশেম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক এ এইচ এম গোলাম কিবরিয়া খান, রহমান ট্রেডিংয়ের মালিক হেফাজতুর রহমান ও গ্লোব ইন্টারন্যাশনালের মালিক মাহবুবুল আলম চৌধুরী।
দ্বিতীয় মামলার আসামিরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংকের ষোলশহর শাখার সহকারী মহাব্যবস্থাপক এস কে এস মুরশেদ, সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ বাঙ্গালী, সাবেক মুখ্য কর্মকর্তা মোহাম্মদ হাশেম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক এ এইচ এম গোলাম কিবরিয়া খান ও এন এ করপোরেশনের মালিক মোহাম্মদ নুরুল আবছার।
প্রথম মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ৪৮ কোটি ৯৭ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামিরা ঋণের টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রহমান ও গ্লোব ইন্টারন্যাশনালের নামে নেওয়া ঋণ প্রতিষ্ঠানের মালিকরা আত্মসাৎ করেছেন। যেখানে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছিল বলে দুদকের এজাহারে বলা হয়েছে।
দ্বিতীয় মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ টাকা আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংক থেকে ঋণগ্রহণপূর্বক পরিশোধ না করে আত্মসাৎ করেছেন।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক