Monday, December 9th, 2024, 5:30 pm

পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

আবারও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গ। রাজ্যের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিনজনের। বিস্ফোরণের ফলে একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। তার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে মরদেহগুলো।

নিহতদের নাম মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন শেখ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গেছে, গত রোববার (৮ ডিসেম্বর) গভীর রাতে তীব্র শব্দে কেঁপে উঠে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্ৰাম। বিস্ফোরণের পর সাদা ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, একটি পাকা বাড়ির ছাদ ভেঙে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাগরপাড়া থানায়। স্থানীয় লোকজন ও পুলিশ মিলে তিনজনের দেহ ভাঙা বাড়ির ভেতর থেকে উদ্ধার করে। তাদের মুর্শিদাবাদ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই তিনজনকে মৃত বলে ঘোষণা দেন।

ডোমকল মহকুমার পুলিশ কর্মকর্তা রসপ্রিত সিং ঘটনাস্থলে পৌঁছে বলেন, তিনজনকে উদ্ধার করা হয়েছিল। তাদের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে কী কারণে এই বিস্ফোরণ ঘটলো।

পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বানাতে গিয়েই হয়তো এই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে বোমার স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরই মধ্যে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এলায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।