জাতীয় প্রেস ক্লাবের জ্যোষ্ঠ সদস্য, প্রবীন সাংবাদিক হামিদুজ্জামান রবি মারা গেছেন। সোমবার রাত ৮টার দিকে ধানমন্ডির বাসায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম স্বাক্ষরিক এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
হামিদুজ্জামান রবি ১৯৭২ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ২০০৮ সালে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে অবসর নেন। আশির দশকে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক, জনসংযোগ হিসেবে দায়িত্ব পালন। ১০ বছর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রেসিডেন্সিয়াল করসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার রাতে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের জামে মসজিদে নামাজে জানাজার পর রায়ের বাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য হামিদুজ্জামান রবি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক