Saturday, December 21st, 2024, 8:15 pm

গঙ্গাচড়ায় বাজার মনিটরিংকালে ৩ দোকানে ইউএনও’র জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শনিবার (২১ ডিসেম্বর) বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকায় বিভিন্ন দোকানে মূল্য তালিকা পর্যবেক্ষণ ও বাজার দর যাচাই করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে কি না তা যাচাই করা হয় এবং পণ্যের ওজন পরীক্ষা করা হয়। এসময় বিভিন্ন অসঙ্গতির থাকার কারণে ৩ টি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। যাদের জরিমানা করা হয় তারা হলেন আব্দুল বাতেনের দোকান, মাহফুজারের দোকান ও মহিদুল ইসলামের দোকান।

বাজার মনিটরিংয়ের সময় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, নানান অজুহাতে বিভিন্ন নিত্যপণ্য বেশি দামে বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করে ভোক্তাদের প্রতারিত রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং কোন রকম অনিয়ম বা অসঙ্গতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।