Wednesday, September 29th, 2021, 12:32 pm

কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৪৭ লাখ ৬৪ হাজার ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৯৫৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৩২ লাখ ২৫ হাজার ৪৪ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৯২ হাজার ৫৪৭ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৫ হাজার ৪৪৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৩ লাখ ৮১ হাজার ৭৯০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট তিন কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮১ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৭ হাজার ৩৭৩ জনে।